এমন যদি হত
উড়ে পাখির মত,
ফিরত প্রিয়া
ফাগুন নিয়া
আমার কষ্ট নীড়ে!
তুরাগ নদীর তীরে।


এমন যদি হত
উড়ে মেঘের মত,
ফিরত প্রিয়া
বৃষ্টি নিয়া
আমার নষ্ট নীড়ে!
তুরাগ নদীর তীরে।


এমন যদি হত
উড়ে চাঁদের মত,
ফিরত প্রিয়া
জোছনা  নিয়া
আমার ভাঙা নীড়ে!
তুরাগ নদীর তীরে।


এমন যদি হত
উড়ে পরীর মত,
ফিরত প্রিয়া
বউ সাঁজিয়া
আমার ভাঙা নীড়ে!
তুরাগ নদীর তীরে।


এমন যদি হত
দুঃখ ভুলতাম শত,
এমন যদি হত
সুখী হতাম কত!




ঢাকা
৩০.০৩.২০২১