এখন মাঝরাত
ঘুম নেই দু'চোখে,
কী ভীষন কষ্ট বাজে
বুকের পাঁজরে।
অথচ কী নিদারুণ দুঃসময়ে
তুমি পাশে এসেছিলে।
নির্বাক নিয়তি! আমি
মাঝে মাঝে ভীষন
চমকে চমকে উঠি।


ঘুম নেই!
কেন নেই?
কী অপরাধ
আজন্ম পাপ!
জন্মান্তরের বাঁধন ছেড়ে
এ কেমন হংস বলাকা!
আমার পৃথিবী তছনছ
ভেঙ্গে চুরে সব চুরমার,
হৃদয়ে জ্বলে
দাউদাউ আগুন
অগ্নি শিখা!


আমার ঘুম নেই
আমার ঘুম নেই দু'চোখে,
কী নিকষ কালো হতাশা।
আমি আর কতকাল উড়াব
স্বপ্নের ফানুস!


ঘুম নেই দু'চোখে
আমার ঘুম নেই চোখে,
আমার ঘুম নেই।
আমার ঘুম নেই।