এ জীবন এক অচেনা পথ
এ জীবন খরস্রোতা নদী,
এ জীবন জীবনের নিয়মে চলা
এ জীবন কষ্টের স্রোত চলছে নিরবধি,
এ জীবন চিতার দহন জ্বলছে জন্মাবধি।
এ জীবন মাছরাঙা প্রভাত চড়ুই ধানশালিকের,
এ জীবন ক্ষুধিত পাষাণ পথ ফকিরের।
এ জীবন গহীন বনে উলঙ্গ সন্ন্যাসীর,
এ জীবন জন্ম ভ্রষ্টা ভিক্ষুকের।
এ জীবন ডাস্টবিনে ছিন্নমূলের,
এ জীবন শোষনের যাতাকলে ন-পুংশক,
এ জীবন অসহায় নিম্ন মধ্যবিত্তের।
এ জীবন এক ঘাস ফড়িং এর
এ জীবন জীবনানন্দের।
এ জীবন ব্যর্থতার অভিশপ্তের,
এ জীবন এক কাপুরুষের
এ জীবন নোনা জলের।
এ জীবন খুব ভোরে ডাকা ক্ষুধার্ত কাকের
এ জীবন নির্ঘুম মাঝরাতের।
এ  কেমন জীবন!
এ কেন এমন জীবন!
এ জীবনের কোন মানে হয়?
এ জীবনের ভার প্রাণে আর কত সয়!