কোথায় আছো কেমন আছো
খুব কী ভালো সুখে আছ,
আমায় ছেড়ে রাজ প্রাসাদে!
জানতে ইচ্ছে করে আজ
খুব জানতে ইচ্ছে করে।


কিশোর  বেলার মধুর স্মৃতি
পাঠশালা মাঠ ছোটাছুটি,
মনে কি পড়ে নিঝুম রাতি!
জানতে ইচ্ছে করে আজ
খুব জানতে ইচ্ছে করে।


শ্রাবণ ধারায় বৃষ্টি এলে
আমায় হঠাৎ স্মরণ হলে,
দু'চোখ আজও কাঁদে নাকি!
জানতে ইচ্ছে করে আজ
খুব জানতে ইচ্ছে করে।


সেই যে গেলে অভিমানে
ফিরলে না আর নষ্ট নীড়ে,
ভূল কী বল ভালবেসে!
জানতে ইচ্ছে করে আজ
খুব জানতে ইচ্ছে করে।


কোথায় আছ কেমন আছ
এখনো কি আমায় সেই,
আগের মতই ঢের ভালবাসো!
জানতে ইচ্ছে করে আজ
খুব জানতে ইচ্ছে করে।



ঢাকা
১৪.০৫.২০১৭