আমার মত জন্মাবধি আর
কে পুড়েছে,
এক জীবনে এত ঘৃণা
কে সয়েছে।


আমার মত কষ্ট এমন
কে পেয়েছে,
নষ্ট ফুলের পরাগ এমন
কে মেখেছে ।


আমার মত দুঃখ তরী
কে বেয়েছে,
ভালবেসে উদাস বাউল আর
কে হয়েছ।


আমার মত চিতার আগুন
কে জ্বেলেছে,
প্রিয়া হারার গোপন ব্যাথা
কে সয়েছে।


আমার মত কপাল এমন
কার পুড়েছে,
হঠাৎ ঝড়ে আশার প্রদীপ
কার নিভেছে।


আমার মত  কষ্ট বিলাস
কে হয়েছে!
এক জীবনে এত দুঃখ
কার হয়েছে!