এখন আমি কোথায় যাই
কার কাছে যাই!
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।
বিষাদে ছেয়ে গেছে মন
বিষন্নতা গ্রাস করেছে সবটুকু,
কোথাও কেউ নেই
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।


নর্তকীর পায়ের ঘুঙুর বাজে
ফুটপাতে ক্ষুধার্ত অবহেলিত বেশ্যারা হাঁটে,
অনাহারী কংকাল গুলো
ডাস্টবিনে ছোটে।
অবাক পৃথিবী!
বড্ড ক্লান্ত নিশাচর
পথিক আমি।
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।


ঠুনকো কাঁচের মত
ভেঙ্গে গেছে মন,
ভেঙ্গেছে ধূধূ বালুর চর
ভেঙ্গেছে তাসের ঘর
সাজানো বাসর।
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।


কষ্টের কলকি পুড়ে
হাতে জলন্ত সিগারেট পুড়ে,
তুষের অনলে কাঁচা মন পুড়ে।
জ্বলে পুড়ে সব ছারখার
বুঝে গেছে সবাই এখন
স্বার্থ যার যার।
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।


হায়! একি
স্বার্থের যাতাকলে দেখি
সবাই আজ স্বার্থপর।
নেই, কোথাও কেউ নেই
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।
এখন আমি কার কাছে যাই
কোথায় যাই!
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই।