চল হারিয়ে যাই
অন্য কোন বসুন্ধরায়।
এখন বেশ জেনে গেছি
এ নষ্টা পৃথিবী আজ আর
আমাদের নয়।


এখানে বাতাসে নোনা জল
নিপীড়িতের আর্তনাদ,
ধর্ষিতার নগ্ন পোস্টমর্টেম।
এখানে বাতাসে শুনি
ক্ষুধার্তের কান্না ;
এখানে বাতাসে ভাসে
বারুদের হল্কা,
লাশ পোড়ার বিশ্রী দুর্গন্ধ।
এখানে বেশ আছে
মন্দেরা যত।


চল নতুন করে সাঁজাই
নতুন এক বসুন্ধরা,
যেখানে থাকবেনা
কোন স্বার্থপরতা।


যেখানে কাঁদবেনা কেউ
ক্ষুধার ফুটানো হুলে,
যেখানে থাকবেনা কেউ
খোলা আকাশের ছাদ
নগ্ন ফুটপাতে;
যেখানে খাবেনা কেউ
নোংরা ডাস্টবিন থেকে।


তবে চল ফের
দু'জনে মিলি
প্রেম সঙ্গমে,
ছায়াবীথি সবুজ
নিঝুম অরণ্যে।



ঢাকা
০৩.০৪.২০২১