তুমি ছাড়া নিঃস্ব আমি
বড্ড বিষাদ, নিঃসঙ্গ।
চলে যায় রুপালী বিকেল,
ফিরে আসে বিষন্ন সন্ধ্যা।
কুরে কুরে খায়
নিস্তব্ধ রজনী।
এ কেমন নিঃসঙ্গতা!
এ কেমন বিষন্নতা!
বল সজনী।