আমি জানি বেশ স্পষ্ট জানি,
একদিন এ নষ্ট সমাজ বদলাবেই।
বদলাতেই হবে অমাবস্যায় ডোবা
এ কৃষ্ণ বরন ন-পুংশক অপাংত্তেয় সমাজকে।
আমি প্রতীক্ষায় আছি নিরন্তর
দীর্ঘ প্রতীক্ষা..............
আজ আমি ঢের জেনে গেছি
ধর্ম এখন লোক ঠকানোর শাণিত হাতিয়ার,
ধর্ম এখন নষ্ট রাজনীতির নির্মম ব্যবহার।


তোমাদের বলছি ওরে মূর্খের দল
ভালো করে কান পেতে শোনো,
মানুষ মেরে যারা কিতাব পূজো;
অলৌকিক অলক্ষ্যে যারা
ঈশ্বর ভগবান আল্লাহ খোদা ভজো।
ওরে স্বার্থবাদী লেবাসধারী বক ধার্মিক
বিড়াল তপস্বী ভন্ডেরা জেনো-
ধর্মের চেয়ে জীবন অনেক মহামূল্য
ধর্মেন চেয়ে মানুষ অনেক অমূল্য।
মানুষের তরে ধর্ম এসেছে
ধর্মের জন্য মানুষ - কে বলেছে?


আমি দৃঢ় বিশ্বাস করি- এ ঘুণে ধরা
ঘোর অন্ধকারে ডোবা সমাজ
একদিন বদলাবেই।
কেটে যাবে একদিন জন্ম বৈষম্য,
কেটে যাবে একদিন বর্ণ বৈষম্য।
ভেঙে চৌচির হবেই একদিন
পুঁজিতন্ত্রের কঠিন পাহাড় অসাম্য।
ছিঁড়ে যাবেই একদিন অধর্মের অমোঘ শৃঙ্খল।
আমি প্রতীক্ষায় আছি নিরন্তন
দীর্ঘ প্রতীক্ষা............


ঢাকা
২৮.০৪.২০১৭