ব্যস্ত নগর
ঢাকা শহর,
ঘুরতে এলাম
দেখতে পেলাম।


ইটের উপর ইট
পাথর দেয়াল বন্ধী খাঁচায়
মানুষ রুপী কীট!




নিজের কিছু কথাঃ একদিন হঠাৎ করে ইকরামুল শামীম ভাইয়ের সাথে পরিচয় হয়। কথা প্রসঙ্গে জানতে পারি উনি কবি। বিভিন্ন জায়গায় লেখা লেখি করেন। আমি নিজেও শখের বসে মাঝেমাঝে লিখি। যা লিখি কবিতা হয় কিনা জানিনা। আমি মূলত কথা সাহিত্যিক। কবিতা লেখার জ্ঞান আমার নেই। তবুও এক প্রকার জোর করেই বাংলা কবিতার ওয়েব সাইটে রেজিস্টেশন করে দেন। সেই দিনই আমার প্রথম কবিতা " ধর্মান্ধ " প্রকাশ হয়। কিন্তু এখন প্রায় এক মাস গত হল কেউ কোন মন্তব্য করেনি। নতুন লেখা হয়ত তাই। সে জন্য কোন আফসোস নেই।
আজকে আমি আমার প্রিয় মানুষদের একজন নির্ভীক সময়ের সাহসী কন্ঠ শ্রদ্ধেয় বরেন্য কবি ইকরামুল শামীম কে এই কাল জয়ী অনু কাব্য "কীট" কবিতাটি উৎসর্গ করলাম।


ঢাকা
০২.০৪.২০২১