বৃষ্টি বাদল
ঝড়ের রাতে,
ফুটপাত জুড়ে
ওরাই থাকে।


রোদ্র তাপে
চামড়া পুড়ে,
শীতের রাতে
থরথর কাঁপে।


তোমরা যারা
প্রাসাদ গড়,
ওদের কথা
কেউ কি ভাব?


হচ্ছে যাদের
উদর পূর্তি,
করছ তারাই
অশ্লীল ফূর্তি!


মানষতো নও
পশু অবুঝ!
নিলে না তাই
একটুও খোঁজ।


লোভ লালসায়
রইলে বেহুশ,
চিনলে না তাই
ওরাও মানুষ।