কবিতাটি উৎসর্গ করলাম  -------
"দো'জাহানের বাদশা সমগ্র জগতের রহমত, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মহামানব আমার প্রিয় ব্যক্তিত্ব  দয়াল নবীজি হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর মহা পবিত্র নূরানি ময় কদম মোবারকে।"
*****************************


ওগো দয়াময়
মহান প্রভু,
লোভীর মত
চাইনা কভু
তোমার বেহেস্ত।


কী লাভ অমন
বেহেস্ত পেলে,
লুকাও যদি
অভিমানে,
আমায় ছেড়ে
দূর আড়ালে।


চাইনা আমি
অমন বেহেস্ত,
চাইনা অমন
ফুলের বাগান।


চাইনা স্বাদের
বালাখানা,
চাইনা হীরা
নহর নদী।


চাইনা সারাব
সুন্দরী হুর,
প্রভু থাকো যদি
অচিন পুর।


প্রভু তোমায়
শুধু চাই,
প্রভু তোমায়
যেন পাই।



ঢাকা
১৮.০৪.২০২১


কিছু কথাঃ কবিতার আসরের সকল কবি ও সকল পাঠকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি-
আমার এ কবিতার অপব্যাখ্যা করবেন না। কবি এখানে বেহেস্ত চাওয়াকে লোভী বলেছেন। বর্তমান সমাজে আমরা যারা ধর্ম কর্ম করি তাদের অধিকাংশই লোক দেখানো ও প্রেম হীন। আমরা প্রার্থনায় মহান প্রভুকে না চেয়ে তাঁর সৃষ্টি বেহেস্তের জন্য ব্যাকুল। যিনি আমাদের সৃষ্টি করলেন তাঁকে না চেয়ে অন্য কিছু চাওয়া কবির নিকট লোভী ছাড়া অন্য কিছু নয়। সকল ধর্মের মর্ম বাণী "প্রেমময় ইবাদত।" প্রেমহীন ইবাদত নিষ্ফল ইবাদত। মহান সৃষ্টিকর্তা ইবাদতে প্রেম ভালবাসা টুকুই দেখেন আনুষ্ঠানিকতা নয়। সকলকে ধন্যবাদ।