আমার দু'চোখে জল নেই
কত বছর কত যুগ গেল,
ঠিক মনে নেই।


একদিন মাঝরাতে
আমি শোবার ঘরে
দু'চোখে কাঠ পেন্সিল
ঠুকে ঠুকে কাঁদতে যাই।
অদ্ভুত! চোখের জল জমে
স্বচ্ছ কঠিন বরফ!
আমি কাঁদতে পারিনি
আমার কঠিন পাথর চোখ
একটুও কাঁদেনি।


রাত্রি দ্বিপ্রহর
অমাবস্যা ঘোর,
চারিদিকে নিকষ কালো
গাঢ় অন্ধকার।
বিষধর কেউটেরা
আকাশব্যাপী ফনা তুলে,
নীল নকশায় কূট ছবি  আঁকে।
অজানা শংকায় দূর্বল মন
ভিখিরির মত ঠক ঠক কাঁপে;
নিত্য মৃত্যুর প্রহর গুনে।


এখন মাঝ রাত
আমি একটু কাঁদতে চাই,
আমি ফের একটু কাঁদতে চাই।


এখন মাঝ রাত
আমি এখন একটু কাঁদতে যাই........