তুমি ঘুমোও মহান পিতা,
আমি আজও জেগে আছি
শিওরে তোমার;
হাতে তীক্ষ্ণ ধারালো তলোয়ার।


তুমি ঘুমাও মহান পিতা।
তুমি ঘুমাও পরম পিতা।


আমি ঘুমাতে পারিনা পিতা,
আমার চোখে ঘুম নেই পিতা।
আমি ঘুমাই না পিতা
সেই সে কবে '৭৫এর ১৫ আগস্ট
ভয়ঙ্কর নিষিদ্ধ কালো রাত হতে।


তুমি ঘুমাও মহান পিতা,
তুমি ঘুমাও পরম পিতা।


আমি ঘুমাবো না পিতা!!


আমি ঘুমাবো না পিতা
তোমার রক্তের শোধ না নিয়ে,
আমি ঘুমাবো না পিতা
পিতৃ হত্যার নিষ্ঠুর শোধ না নিয়ে;
আমি ঘুমাবো না পিতা
অমন হিংস্র নেকড়ে শুয়োর দানবদের
ফাঁসির কাষ্ঠে না ঝুলিয়ে।


তুমি ঘুমাও মহান পিতা,
তুমি ঘুমাও পরম পিতা।


আমি ঘুমাবো না পিতা!!!


আমি জেগে রব
হৃদয়ে জ্বেলে
দাউদাউ আগুন
প্রতিশোধের চিতা।


তুমি ঘুমাও মহান পিতা
তুমি ঘুমাও পরম পিতা।



( আমার বিরহের প্রিয় কবিতার এটি একটি কবিতা। সন তারিখ কিচ্ছু মনে নেই। কবিতাটি আমি আগস্টের কোন এক মাঝরাতে লিখি। জানিনা কি এক অদ্ভুত কারনে লেখার সময় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পরে। প্রিয় মানুষটির কথা মনে হলে আজও মাঝেমাঝে কবিতাটি আবৃতি করি। আজও সেই আগের মত চোখ জলে ভরে উঠে।
বুক ভরা ভীষণ কষ্ট নিয়ে তাঁর শুভ জন্মশত বার্ষিকীতে কবিতাটি প্রকাশ করলাম।
কবিতাটি আমি উৎসর্গ করলাম আমার অতি আপন জনের একজন যার কথা মনে হলে আজও চোখ জলে ভিজে উঠে। সেই মহান নেতা জাতির পিতা
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে"। )
_  কবি কাজী দিলু।