স্বাধীনতা তুমি
ভোরের সোনালী রবি,
স্বাধীনতা তুমি
ভাষা শহীদের ছবি।


স্বাধীনতা তুমি
লক্ষ শহীদের পণ,
স্বাধীনতা তুমি
বাউল লালনের মন।


স্বাধীনতা তুমি
রবি ঠাকুরের গান,
স্বাধীনতা তুমি
কাজী নজরুলের প্রাণ।


স্বাধীনতা তুমি
জীবনানন্দের বনলতা সেন,
স্বাধীনতা তুমি
শামসুর রাহমানের ধ্যান।


স্বাধীনতা তুমি
শ্রাবণের অঝোর বৃষ্টি,
স্বাধীনতা তুমি
হুমায়ুন আহমেদের সৃষ্টি।


স্বাধীনতা তুমি
গনতন্ত্রের অভয় শাসন,
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধুর অগ্নি ভাষণ।



ঢাকা
১৮.০৩.২০১৬