তোমাকে ছোঁব প্রিয়তমা, একটু স্পর্শ;
রঙিন তুলিতে ভালবাসার রং মেখে
তোমাকে রাঙাবো আজ।


মাঝে মধ্যে বড় ইচ্ছে করে এক আধটু অসভ্য হতে,
খুব স্বাধ জাগে দস্যু হতে।
খুব ইচ্ছে করে দস্যি হাতে খুলে নিতে
নীলিমার নীল শাড়ী, ব্রা, অন্তর্বাস সবটুকু।


বড় স্বাধ আজ তোমাকে একটু ছোঁব
প্রিয়তমা, খুব একান্তে শুধু...........


শীতার্ত তৃষ্ণার্ত ক্লান্ত পথিক, বড্ড ক্লান্ত।
আমাকে একটু উষ্ণতা দাও; তোমার
বাকা চাঁদ রঙিন ঠোঁট থেকে একটু উষ্ণতা  নিবো
কথা দিলাম আমার পৃথিবী আজ তোমাকে দিবো।


আমাকে এক ফোটা জল দাও; তৃষ্ণা মেটাবো
বিনিময়ে আমার সজল শৈশব
রুপোলি কৈশোর, তারুণ্যের বোশেখ
সোনালী ডানার প্রজাপতি, শঙ্খ চিল
সব আজ তোমাকে দিবো।
সব তোমাকে।
তোমার রঙিন পাপড়িতে স্নিগ্ধ ঝর্নায়
নতুন জীবনের আল্পনা আকঁব।
আজ তোমাকে একটু ছোঁব প্রিয়তমা
শুধু তোমাকে............


ঢাকা
২৯/০৫/১৭