তোমাকে দেখতে খুব ইচ্ছে হয়
বার বার শত সহস্র  হাজার অযুত
লক্ষ নিযুত কোটি বার।


জানো প্রিয়তমা, ইদানিং কেন জানি তোমাকে
শুধু তোমাকে বড্ড  দেখতে ইচ্ছে হয়।
তোমার একটু অদেখা, কথাহীন বিরহ বিচ্ছেদে
অন্তর মন হৃদয়
সব পুড়ে পুড়ে ঘা হয়।


খুব ইচ্ছে হয় শুধু তোমাকে একটু দেখি।
খুবই ইচ্ছে হয় অপলক তাকিয়ে থাকি,
শুধু তাকিয়ে থাকি শত সহস্র
হাজার লক্ষ কোটি দুপুর বিকেল,
সকাল সন্ধ্যা রাত্রি ভোর দিবা নিশি।
তোমাকে দেখতে আজ বড় স্বাধ হয,
তোমায় দেখতে আজ বড় ইচ্ছে হয়।


প্রিয়তমা আমিতো জানি
কতটা নির্মম নিষ্ঠুর নির্দয় সংস্কার,
নিন্দুকের কুৎসা রটনা
নিন্দুকের কলংকের কালি
কতটা দূর্বিসহ যাতনা গ্লানি।


ওরা তোমাকে আসতে দেয়না,
ওরা তোমাকে দেখতে দেয়না।
নিন্দুকের মতবাদ-
"প্রেম ভালবাসা মহা পাপ।"


আমি এ সংস্কার ব্যাধি মানি না
আমি এ কুসংস্কার মরন ব্যাধি মানি না।
প্রেম ভালবাসা যদি পাপ হয়
তবে পাপী হবে স্বয়ং ঈশ্বর!


আজ আমি থুথু নিক্ষেপ করি
প্রেম নিন্দুকের অমন কুৎসিত মুখে,
লাথি মারি অমন নিন্দুকের
নিষ্ঠুর পাষাণ বুকে।


প্রিয়তমা তোমাকে, শুধু তোমাকে
আজ দেখতে খুব ইচ্ছে হয়।
আজ বড় বেশী স্বাধ হয়।
খুব ইচ্ছে....... খু.....উ....ব...



ঢাকা
০৭/০৬/১৭