তুমি এসো জোৎস্না রাতে
শিশির ভেজা আলতা পায়ে


তুমি এসো জোৎস্না বনে
শিশির ভেজা নূপুর  পায়ে।


তুমি এসো নিশিত ভোরে
কুয়াশা চাদর গায়ে চেপে ।


তুমি এসো শিশির ভোরে
কলসি কাঁখে মেঠো পথে।


তুমি এসো বৃষ্টি হয়ে
শ্যামল মায়ের নদীর বুকে।


তুমি এসো শ্রাবণ দিনে
বৃষ্টি ভেজা শালিক হয়ে।