দূরে আছি বেশতো আছি,
নষ্ট নীড়ে কষ্টে বাঁচি।
লাভ কি বল নতুন করে কষ্ট পেয়ে
কী লাভ বল নতুন করে নষ্ট হয়ে।


আমি না হয় ভালবেসে ভুল করেছি,
ভুল করেছি  ভুল করেছি
নষ্ট প্রেমের গদ্য পড়ে,
ভুল করেছি  ভুল করেছি
নষ্ট প্রেমের পদ্য লিখে।


ভুল করেছি এক জীবনে এক মানবী ভালবেসে।
ভুল করেছি এক জীবনে ভুল মানবী ভালবেসে।


বলতে পার কোন পাপেতে
জীবন আমার এলোমেলো,
বলতে পার কার শাপেতে
জীবন আমার একাই গেল।


দূরে আছ সেইত ভাল।
সুখে আছ রাজপ্রসাদে; ভালই থেক।


লাভ কি বল নতুন করে দুঃখ পেয়ে
কী লাভ বল নতুন করে কষ্ট নিয়ে।


আমি না হয় ভুল করেছি বোকার মত  ভালবেসে।
আমি না হয় ভুল করেছি একা একা কাছে এসে।


ভুল করেছি  ভুল করেছি
এক জীবনে এক রমণী ভালবেসে।
ভুল করেছি  ভুল করেছি
এক জীবনে ভুল রমণী ভালবেসে।


যা গিয়েছে সব আমারি গেছে,
কার কী তাতে; কার কী তাতে।


ঢাকা
০৭.০৫.২০১৭