কাজী নজরুল ইসলাম

Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলাম
জন্ম তারিখ ২৪ মে ১৮৯৯
জন্মস্থান চুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গ
মৃত্যু ২৯ অগাস্ট ১৯৭৬
সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা, বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন। (উৎসঃ উইকিপিডিয়া)


এখানে কাজী নজরুল ইসলাম-এর ৪৬৫টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
বিদ্রোহী ৩০২
মানুষ ১১২
লিচু চোর ১৩৩
নারী ৪৮
কাণ্ডারী হুঁশিয়ার ৫৬
সাম্যবাদী ৬৯
খুকী ও কাঠবিড়ালি ৩৩
আমি হব সকাল বেলার পাখি ৩৬
সংকল্প ৩২
আমার কৈফিয়ৎ ৫০
অ-নামিকা ১৪৪
আজ সৃষ্টি-সুখের উল্লাসে ৩২
কুলি মজুর ২৭
বিদায়-বেলায় ২৮
অভিশাপ ৮২
অনেক ছিল বলার ৩২
আগমনী ১১
দারিদ্র্য ৩৫
আনন্দময়ীর আগমনে ৫৭
উমর ফারুক ১০৭
জাতের বজ্জাতি ২৭
ঈদ মোবারক ১২
ছাত্রদলের গান ২৮
অবেলার ডাক ৫২
পূজারিণী ১৩
মা ১৭
এক আল্লাহ জিন্দাবাদ ৭১
যদি আর বাঁশী না বাজে ১৯
অকরুণ পিয়া
প্রলয়োল্লাস ১১
ঝিঙে ফুল ১৩
পাপ ১৫
বাজিছে দামামা বাঁধরে আমামা ২৮
খোকার সাধ ১২
তোরা সব জয়ধ্বনি কর
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই ২৮
কারার ঐ লৌহকপাট ৫৪
ধূমকেতু ১১
অভিযান
সাহেব ও মোসাহেব ২৮
বাগিচায় বুলবুলি তুই ২০
মোহররম ২২
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ৩০
জীবন-বন্দনা
শিকল পরার গান
খাঁদু- দাদু ১৬
ঈশ্বর ২৯
সর্বহারা ১২
১৪০০ সাল ১৮
আমাদের নারী ৩৫
প্রভাতী ১১
রাজ-ভিখারী
চল্ চল্ চল্ ১৩
আমি গাই তারি গান
সব্যসাচী
বাতায়ন পাশে গুবাক তরুর সারি ১২
চৈতী হাওয়া
খেয়া পারের তরণী
কোরবানী ১২
কৃষকের ঈদ ১০
আসিবে তুমি জানি প্রিয়
আমার কালো মেয়ে
আল্লাহ আমার প্রভু ১২
ফরিয়াদ
আমি যদি আরব হতাম ১৩
অপরাধ শুধু মনে থাক ১০
বারাঙ্গনা ১৩
আমি যার নূপুরের ছন্দ
আমার হাতে কালি মুখে কালি
অনুরোধ ১৪
দ্বীপান্তরের বন্দিনী
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [আবির্ভাব] ১৪
অগ্র-পথিক
বর্ষা-বিদায় ১৯
আমরা সেই সে জাতি ১১
আনোয়ার
খালেদ
অ-বেলায়
কামাল পাশা
অপরূপ সে দুরন্ত
ভয় করিয়ো না, হে মানবাত্মা ১৮
আড়াল
কবি-রাণী
অনামিকা
অকাল-সন্ধ্যা
অঘ্রানের সওগাত
এসো প্রিয় আরো কাছে
মুনাজাত ১৪
হিন্দু-মুসলিম সম্পর্ক ২০
কাজী মোতাহার হোসেনের কাছে লিখা একটি চিঠি
আশীর্বাদ ১৪
বিশ্বাস ও আশা
ভাঙার গান
অভিশাপ ১১
আপন-পিয়াসী
অনাদি কাল হতে অনন্ত লোক
অবসর
বিজয়িনী
পিছু-ডাক ১৪
তোমার বাণীরে করিনি গ্রহণ ১২
আলতা-স্মৃতি
আত্মশক্তি
প্রার্থনা
গোঁড়ামি ধর্ম নয় ১১
এ কুল ভাঙ্গে ও কুল গড়ে
কবির মুক্তি ২৯
জাগরণী
নার্গিসকে লেখা কবি নজরুলের প্রথম ও শেষ পত্র
আশা
পার্থসারথি
গোপন প্রিয়া
শহীদী-ঈদ
শিশু যাদুকর ১১
ফাল্গুনী
গানের আড়াল
বিদ্রোহীর বাণী
আয় বেহেশত কে যাবি আয়
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
অ-কেজোর গান
পথহারা
কর্ণফুলী
পথের দিশা
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
আমার সকল ক্ষুদ্রতা হতে
এ মোর অহংকার
রাখীবন্ধন
অভয়-মন্ত্র
প্রবর্তকের ঘুর-চাকায়
অনাদৃতা
চোর-ডাকাত
আগ্নেয়গিরি বাংলার যৌবন
অন্তর-ন্যাশনাল সঙ্গীত
শাত-ইল-আরব
অমৃতের সন্তান
ভুলিতে পারিনে তাই
আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
চক্রবাক
পূর্ণ-অভিনন্দন
ভজন
অকূল তুফানে নাইয়া কর পার
পউষ
চমকে চমকে ধীর ভীরু পায়
ওগো প্রিয় তব গান
সুরা ফাতেহা
আমার কোন কুলে আজ
আরতির থালা তসবির মালা ১৫
হিন্দু-মুসলিম যুদ্ধ
সন্ধ্যাতারা
ঝড়
আঁধারে
বিদায়-স্মরণে
আশা (পুবের হাওয়া কাব্যগ্রন্থ)
জাগ্ মুসাফির
বন্দি-বন্দনা
দূরের বন্ধু
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ২৬ - ৩০
নিত্য প্রবল হও
বধূ- বরণ
রুবাইয়াত- ১১
ইন্দ্র-পতন
তুমি মোরে ভুলিয়াছ
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
আজি মনে মনে লাগে হোরী
আগা মুরগি লে কে ভাগা
বিজয়-গান
আপন - পিয়াসী।
উৎসর্গ (অগ্নিবীণা)
সেবক
বেদনা-অভিমান
হোলি
নব ভারতের হলদিঘাট
আর কত দিন?
চির-বিদ্রোহী
কমল-কাঁটা
যারে হাত দিয়ে মালা দিতে পারনি
রক্তাম্বরধারিণী মা
সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
তোমারি আঁখির মত
চিঠি
আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা
আত্মগত
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
অমর-কানন
চাঁদনী-রাতে
খোকার খুশি
সত্য-মন্ত্র
উম্মত আমি গুনাহগার
শীতের সিন্ধু
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
চুড়ির তালে নুড়ির মালা
তুমি আমার সকালবেলার সুর
অর্ঘ্য
মুক্তি-বার
হিংসাতুর
দুঃশাসনের রক্ত-পান
পিলে-পটকা
শূণ্য এ বুকে পাখি মোর আয়
রুবাইয়াত-ই- হাফিজ- ৮ ১১
উঠিয়াছে ঝড়
চিরশিশু
মনের মানুষ
সই ভালো করে বিনোদ-বেণী
পাষাণের ভাঙালে ঘুম
তরুণ প্রেমিক
মরণ-বরণ
ওই ঘর ভুলানো সুরে
কুহেলিকা
ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [তিরোভাব]
কচুরিপানা
সুরা ইখলাস
রুবাইয়াত- ১০
অশ্বিনীকুমার
বন্ধন
সান্তনা
খোকার গপ্‌প বলা
আন্‌মনে জল নিতে
সালাম অস্ত রবি
গভীর রাতে জাগি
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়
সাম্যবাদী - মরুভাস্কর
কার বাঁশি বাজিল?
সুরা আদ-দুহা
নীল পরি
ভরিয়া পরাণ শুনিতেছি গান
পথহারা পাখি
তোমারে পড়িছে মনে
গোকুল নাগ
নারী
আরতি
তোমারে ভিক্ষা দাও
স্তব্ধ-রাতে
খোকার বুদ্ধি
সত্য-কবি
ভীরু
মোহররম
বকরীদ
রুবাইয়াত- ৯
ব্যথা-নিশীথ
ছন্দিতা
জোর জমিয়াছে খেলা
পাহাড়ি গান
বাদল-রাতের পাখি
বিদায়-স্মরণে
পথচারী
হিন্দি গান
যা শত্রু পরে পরে
জীবন
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
উৎসর্গ
জাগো সৈনিক-আত্মা
এল শোকের মোহররম
বিরহ-বিধুরা
মুক্ত-বন্দি
আমার যখন পথ ফুরাবে
উদ্‌বোধন
সুরা কাওসার
জাগরণী - ভাঙার গান
সুরা কাফেরুন
সুরা লাহাব
জাগৃহি
চিরঞ্জীব জগলুল
লক্ষীছাড়া
ফুল-কুঁড়ি
চিরন্তনী প্রিয়া
শেষের গান
রুবাইয়াত-ই- হাফিজ- ৪
এস হে সজল
পলাতকা
গান
নওরোজ
চরকার গান
যুগান্তরের গান
আল্লার রাহে ভিক্ষা দাও
রুবাইয়াত-ই- হাফিজ- ৫
মিসেস এম রহমান
সুরা নাস
পাগল পথিক
মন বলে তুমি আছ ভগবান
প্রিয়ার রূপ
নদীপারের মেয়ে
শোধ করো ঋণ
রুবাইয়াত-ই- হাফিজ- ৭
বোধন
সুরা ফালাক
তূর্য-নিনাদ
মুক্তিকাম
বাদল-দিনে
ছলকুমারী
শাওন আসিল ফিরে
সুখবিলাসিনী পারাবত তুমি
রক্ত-পতাকার গান
পাপড়ি-খোলা
সোহাগ
চির-চেনা
যাও যাও তুমি ফিরে
নবযুগ
তোমায় যেমন করে ডেকেছিল
হার-মানা-হার
রঙ্গীলা আপনি রাধা
জনম জনম গেলো
কাবেরী-তীরে
বন্দনা-গান
বড়োদিন
সকল পথের বন্ধু
মা (বিরজাসুন্দরী দেবী)-র শ্রীচরণারবিন্দে
একি আল্লার কৃপা নয়?
হেমপ্রভা
ঘোষণা
বঁধু মিটিলনা সাধ
রুবাইয়াত-ই- হাফিজ- ৬
রণ-ভেরী
ফাতেমা দুলাল কাঁদে
হোঁদলকুতকুতের বিজ্ঞাপন
হুল ও ফুল
কর্থ্যভাষা
বিদায়-বেলায়
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬১ - ৬৫
যুগের আলো
চাঁদমুকুর
শেষের ডাক
মিলন-মোহনায়
মিলন-গান
শায়ক-বেঁধা পাখী
রুবাইয়াত-ই- হাফিজ- ৩
উপেক্ষিত
নিরুদ্দেশের যাত্রী
নতুন পথিক
সুপার (জেলের) বন্দনা
টাকাওয়ালা
সুরা নসর
জাগর-তূর্য
মুক্ত-পিঞ্জর
নবাগত উৎপাত
দহনমালা
স্নেহ-পরশ
বার্ষিক সওগাত
মধুকর মঞ্জীর বাজে
আশু-প্রয়াণ গীতি
সিন্ধুঃ প্রথম তরঙ্গ
শরাবন তহুরা
মানস-বধূ
পথিক শিশু
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১ - ৫
সাবধানী ঘণ্টা
ডুবিবে না আশাতরি
নাকিব
রবির জন্মতিথি
রুবাইয়াত-ই- হাফিজ- ১
সতী হারা উদাসী ভৈরব কাঁদে
ভূত-ভাগানোর গান
রৌদ্রদগ্ধের গান
মুক্তি-সেবকের গান
ঝুমকোলতায় জোনাকি
প্রণয় নিবেদন
মদির স্বপনে মম মন ভবনে জাগো
দুপুর-অভিসার
দিল-দরদি
গুঞ্জ-মালা গলে
হারামণি
দিদির বে-তে খোকা
পুবের হাওয়া
বরষায়
প্রণয়-ছল
আশীর্বাদ
স্তব্ধ বাদল
বর্ষা-বিদায়
তিলক দিলে কি শ্যাম
স্মরণে
বধূ-বরণ
নিশীথ-প্রীতম
খোশ আমদেদ
স্নেহ-ভীতু
রুবাইয়াত-ই- হাফিজ- ২
তরুণের গান
কেন আপনারে হানি হেলা?
শাখ-ই-নবাত
মোমতাজ মোমতাজ
ইন্দু-প্রয়াণ
ঠ্যাং-ফুলি
আমার প্রিয় হজরত
শেষ বাণী
বোমার ভয়
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
মরমি
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১১ - ১৫
বে-শরম
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৩১ - ৩৫
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
সুবহ্-উম্মেদ
আমায় নহে গো
বিদায়-মাভৈঃ
সত্যেন্দ্র-প্রয়াণ
সুর-কুমার
কোথা সে পূর্ণযোগী
পরশ পূজা
বিবাগিনী
বাংলার মহাত্মা
ঝোড়ো গান
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৫১ - ৫৫
বেদনা-মণি
তুইও ওঠ জেগে
পুরববঙ্গ
তোমারি মহিমা সব
মানিনী
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৫৬ - ৬০
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
মুসলিম আমার নাম
মোহান্তের মোহ-অন্তের গান
নিকটে
দাও আজান
প্রতিবেশিনী
পথিক বঁধু
বিধুরা পথিকপ্রিয়া
জাগরণী-২
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৪৬ - ৫০
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৭১ - ৭৫
প্রশস্তি
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৩৬ - ৪০
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ২১ - ২৫
যেদিন তুমি হবে কাজী
দূর আজানের মধুর ধ্বনি বাজে
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬ – ১০
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৪১ - ৪৫
উঠুক তুফান পাপ দরিয়ায়
আসমানের কোরআন
ভোরের সানাই [মান্দ-কাওয়ালী]
তোমার নাম নিয়ে খোদা
আল্লাহ আমার করো না বিচার
কোথা সে মুসলমান
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ১৬ – ২০
বিশ্ববিজয়ী
মহাত্মা মোহ্‌সিন
ক্ষমা সুন্দর আল্লা
আল্লাহ তুমি রক্ষা কর [কোরাস]
শোনো শোনো য়্যা ইলাহি
নিখিল প্রেমাস্পদ
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৮৬ - ৯০
রসুল নামের ফুল
শোনো শোনো মোনাজাত
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
বক্ষে আমার কাবার ছবি
তুমি রহিমুর রহমান
আল্লা' রসুল তরু আর ফুল
সালাম লহ
আহমদ চান যদি হেসে
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৬৬ - ৭০
দরিয়ায় ঘোর তুফান
তুমি যে রহমান
তওফিক দাও খোদা
ভুবন জয়ী তোরা কি সেই
যাবি কে মদিনায়
সাহারাতে ডেকেছে আজ বান
আল কোরায়সী প্রিয় নবী
আল্লা রসুল জপের গুণ
আল্লা রসুল বোল্
খুশী ল'য়ে খোশরোজের
আল্লা' নামের নায়ে চ'ড়ে
শহীদী ঈদগাহে দেখ্
পসারিণী
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৭৬ - ৮০
জাগে না সে জোশ ল'য়ে
নবিজি রয় প্রাণের কাছে
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ৮১ - ৮৫
কোথায় তখত তাউস

    এখানে কাজী নজরুল ইসলাম-এর ১টি কবিতার বই পাবেন।

    সঞ্চিতা সঞ্চিতা

    প্রকাশনী: মাওলা ব্রাদার্স

    Bengali poetry (Bangla Kobita) profile of Kazi Nazrul Islam. Find 465 poems of Kazi Nazrul Islam on this page.