হৃদয় আজি মোর যাতনা ভরা,
স্তব্ধ আমি, হয়েছি বাক হারা
গিয়াছে হারাই বলার ভাষা
ছেঁয়েছে মনে একরাশ হতাশা।


সভ্যতা যেন গিয়াছে হারাই,
সংস্কৃতি আজ পদতলে মাড়াই
নিষ্প্রাণ স্রোতস্বীনির তটে দাড়াই
সুবোধের প্রত্যাশায় দুহাত বাড়াই।


কি সব ঘটিয়াছে চারিপাশে আজ ?
নর-পিশাচগুলো করছে অকাজ
মানবতার পিঠে পড়িয়াছে বাজ !
অমানবিকতাই যেন মানুষের কাজ !


লোপ কেন পেল আজ মনুষ্যত্ব ?
হয়েছে অবুঝ কেন সব বৃদ্ধ-নত্ব ?
কেন হারিয়েছি সবাই স্বীয়-স্বত্ব ?
খুঁজিয়া ফিরি আজ তারই তত্ত্ব।