উদাস হই তোমাকে ভেবে ভেবে,
নিশ্চুপ রাতে স্বপ্ন গুলির দুয়ারে,
জানালা দিয়ে দেখি দুরের শূন্যতায়।
ক্লান্ত আমি ক্লান্ত এই হৃদয়,
অসহায় মন তোমায় খুঁজে বেড়ায়,
খুঁজে ফিরি স্মৃতির পাতায় গভীরতায়।


পরাজিত একাকী আমি কাঁদি সারাক্ষণ,
এক ফোঁটা আশা খুঁজি অজানার ভীরে।
সূর্য ঢাকা আকাশে জমেছে কালো মেঘ,
চিৎকার করে এই মনটা বজ্রের হুংকারে।


হয়ত একদিন পড়বে মনে আমায়,
সন্ধ্যা কবি হব আমি আর
তুমি রাতের আধারে খুঁজবে আমায়।
নদীর স্রোত বয়ে যায়, যায় না তাকে ফেরানো,
তখন হাজার কাঁদলে পাবে কি খুঁজে আমায়?