ওই যে দেখ রাস্তার পাগল, এখনো সে
তার পাগলীকে খোঁজে পথে পথে
সেও ছিল তোমার আমার মত, তার
মনেও ছিল স্বপ্ন কাউকে নিয়ে।
জানি না কতটা আঘাত পেলে ভেঙ্গে যায় একটি হৃদয়
জানি না কত কষ্ট পেলে একটি মানুষ পাগল হয়।


পাগলী রে তুই ফিরে আয়
দেখে যা তোর পাগল কেমন রাস্তায়।
ওই পাগলটার মনের কষ্ট বুঝবে কি কেউ
তার প্রেমের গল্পটা জানবে কি কেউ।
সারাটা জীবন যার জন্যে করল সে
একটা ঝড়ে সেই পাগলী চলে গেল ভুলে।


পাগলী রে তোর পাগল এখনো তোকে খুঁজে
তার পাগলামি দেখে সবাই হাসে কিছু না বুঝে।
যদি তোরা জানতিস তার পাগলামির কারন
পারতি কি হাসতে না ফেলে চোখের জল।
ওই পাগলেরও অনেক আশা ছিল, ভালোবাসা ছিল
প্রেমের জুয়াতে নিঃস্ব হয়ে আজ সে পাগল হল।


রাস্তার পাগল নয় সে, এক প্রেমিক পাগল হয়েছে বিরহে
পথে পথে সে ঘুরে তার পাগলীকে খুঁজে।
হয়ত একদিন পাগলের পাগলিটা ফিরবে
তখন কি সে আপসোস করবে?