কেঁদে যাচ্ছে আকাশ অঝোরে,
আমি একা জানালার পাশে বসে,
চোখটা বারবার মোবাইলের দিকে,
বসছে না মন কিছুতেই কাজে,
আসছে না কোন কল বা মেসেজ।


বৃষ্টি ভেজা এই মন তোমাকে খুঁজে সারাক্ষণ,
অভিমানী আকাশটা যে মুষল ধারায় কাঁদে।
তোমার মায়ায় বুকের ভেতর দুঃখের বাঁশি বাজে,
কষ্ট জমে ক্ষত আমার বৃষ্টি ভেজা মনে।


মাঝে মাঝে প্রকৃতিতে সত্যিই বরশা নামে
জানালার পাশে টিনের চালাঘর,
ঝমঝম শব্দে বেদনার সুর তুলে।
বৃষ্টি নামে যখন বেশি জোরে,
তোমায় তখন ভীষণ মনে পরে।