মেঘ জমেছে ওই আকাশের কোন,
এই বুকে দুঃখ জমেছে তোমার কারণে।
স্মৃতিগুলো মনে পড়ে যখন,
বুকের ভেতর শুধুই হাহাকার করে তখন।
যেন কাঁপতে থাকে আসমান মেঘের গর্জনে।


কেউ তোমার মত বাসে নি ভালো,
কেউ ছোঁয় নি বুকের ব্যথা।
তুমিই ছিলে প্রথম আমার,
দিয়ে তোমার মুখের কথা।


আমার আবেগ গুলি সব এলোমেলো,
হে সবাই শুনো কোথায় গেলে পাই বল।
অনুরোধ করি মোরে করিও না উপহাস,
আমাকে বলিও না দেব দাস।