সে পাত্তা দিলো না আমাকে পাত্তা দিলো না
তাহার জন্যে মনটা পাগল সে বুঝলো না।
সে শুনল না আমার ডাক শুনল না
তাই তো তাকে চিঠি দিলাম সে পড়লো না।
ওই পাড়ার ওই গরীব মিয়ার দোকানে সে যায়
সেইখানে সে চা দিয়ে কি জানি কি খায়।
আমি যখন কফি খেতে ডাকি তাকে শপে
লাভ নাই লাভ নাই বলে থাপ্পড় দেখায় আমাকে।
সে পাত্তা দিলো না আমাকে দিলো অন্যকে
তাই তো আমি ডেকে নিলাম তার ছোট বোনকে।
তাহার বোন আমায় নিয়ে ঘুরতে যায়
তাই দেখে সে আগুনে জ্বলে পুড়ে যায়।
এইবার পাখি করবা কি যাইবা পালায় কোই
তোমার ওই নাগর থেকে আমি তো কম নই।
সুযোগ খুঁজে সে আমাকে দিতে চাইলো শিক্ষা
এখনো মনে পরে তাহার ওই রাগি মুখটা।