এই যে সবুজ মাঠে শুয়ে আছি আমি,
আকাশটা নিল চোখ মেলে দেখ।
হঠাৎ আকাশে মেঘ জমেছে,
ঘাস গুলি ভিজে যায় টুপটাপ ফোঁটায়,
বৃষ্টি বিলাসের প্রশান্তি বয়ে যায়,
ভিজে ভিজে একাকার আমি।


ঐ যে সূর্যি মামা হালকা বিশ্রাম নিয়ে,
উঁকি দিচ্ছে মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে।
মাঝে মাঝে মনে হয় বৃষ্টি গুলি,
একটু ভিজিয়ে দিক তাকেও,
টুপটাপ ফোঁটায় ফোঁটায় ভিজিতেছি আমি।


সবুজ ঘাসে ফোঁটা গুলির শব্দ কানে বাজে,
আমার মনে দোলা দেয় তোমার স্বপ্নগুলো।
ঐ দিন মনে আছে ভিজেছিলে তুমি,
আর আমার জ্বর ছিল তাই ভিজি নি।
আমার কষ্ট হবে বলে তুমি ডাকো নি,
জানালা দিয়ে দেখছিলাম তোমায়,
তুমি করছিলে ইশারা ভিজে ভিজে,
টুপটাপ ফোঁটায় ফোঁটায় ভিজলে তুমি।


আজ আমি ভিজি ভিজি ফোঁটায় ফোঁটায়,
মন শুধু বার বার তোমাকে চায়।
এই বৃষ্টি যেন শেষ না হয়,
আমি এসে নিয়ে যাব সবুজ মাঠে তোমায়,
তারপর টুপটাপ ফোঁটায় ফোঁটায় ভিজব দুজনায়।