ভিক্ষা চাই ভিক্ষা দেবে আমায় একটু ভালোবাসা?
তোমাদের তো অনেক আছে ,
একটু দাও না গো ভিক্ষা।
প্রেমিকার দেওয়া প্রতিশ্রুতি সে করেছে আজ নষ্ট
ভালোবাসার ভিখারি হয়ে আমি দারে দার ঘুরি,
কি আছে জীবনে কেন বেঁচে থাকার কষ্ট!


ভিক্ষা দেবে দাও না একটু ভালোবাসা
আমার মনে একটুও নেই বাঁচার ইচ্ছা।
কিসের অভাব ছিল মোর কাছে?
কেন করলে মোরে সর্বস্বান্ত?
তোমাকে ভালবেসে আজ আমি বড়ই ক্লান্ত।
ভিখারির থেকেও অধম আমি এই দেখ না চেয়ে,
মায়া নেই কারো দিলে চায় আরও ,
এই হৃদয়টা পেয়ে।


স্বার্থ ফুরালে গেলে তুমি চলে করে মোরে ভিখারি,
আমি আজ বড় অভাবী হারিয়ে সব থেকে দামি।
ভিক্ষা দেবে একটু আমায় বড় দুঃখী আমি গো,
মনের ভেতর বিরহের ক্ষুধায় ,
হয়ত অনাহারে মারা যাবো।