মা পাখিটা নাই
কাজল নিশি

বাবাটাকে নিলো খোদা
আমায় করে এতিম,
ধরার বুকে হয়ে গেলাম
আজ আমি ভিকটিম
গা করে ঝিমঝিম।

তারপর নিলো মা পাখিটা
ব্যথা কলিজায়,
জনমধাত্রীর আদর ছাড়া
ভালো থাকা যায়?
পোড়া কপাল হায়।

মায়ের স্নেহ পেতাম একটু
বড় বোনের থেকে,
আপুও গেলো রবের ডাকে
আমায় একা রেখে
জীবন গেলো বেঁকে।

মা জননীর চশমাটা এই
বিছানাতে পাই,
মা মা গন্ধ পাওয়া লোভে
চুমু দিয়ে যাই
মা পাখিটা নাই।