আমার জন্ম দুই হাজার ঊনিশ,
আমার শ্বাস প্রশ্বাসে আছে বিষ।
আমি প্রাণ ঘাতী সৈনিক
আমার নিশানা সঠিক।
আমার গতি বৃদ্ধি দৈনিক।
আমার বংশ বৃদ্ধি গণিতীক।
আমি জৈবিক।
আমি রাসায়নিক।
না, প্রাকৃতিক।
আমায় চিনিতে ব্যার্থ হইলো বিশ্ব বিজ্ঞান ভিত্তিক।
আমার চলার গতি দ্রুত।
আমার কাছে থেকে বজায় রাখিবে দূরত্ব।
আমি ছুটে বেড়াই দিগ থেকে দিগন্ত।
বিশ্বের ২১৩ টি দেশে আমার আধিপত্য।
সাত সমুদ্র পার হয়ে আসিলাম এ দেশে।
এসে মিশে গেছি এ পরিবেশে।
আমি অদৃশ্য।
আমি কেড়ে নিয়েছি পৃথিবীর চলমান দৃশ্য।
আমি বৈশ্বিক মহামারী।
আমি ক্ষমা করি না নর নারী।
আমি কোন জাতীর কাছে করি না সন্ধি।
আমি মানব জাতীকে ঘড়ে রেখেছি বন্ধি।
মানবজাতির অস্থমিত রবি।
আমি অভিজাত্য ব্যাক্তিত্ব কেড়ে নেয়েছি সবই।
আমি নিরস্ত্র তবু হিংস্র।
আমি মানবজাতি কে ক্ষত করেছি শত সহস্র।
চলেছে মানবজাতির লাশের বহর।
গ্রাম বন্দর কিংবা শহর।
আমি ভাইরাস করোনা ক্ষমা করি না কখন।
আমার নাম ইতিহাস এর পাতায় হইয়ে থাকিবে অক্ষুন্ন।
মহান স্রষ্টা মানবজাতিকে করেছে শ্রেষ্ঠ।
মহান শ্রষ্ঠাকে ভুলে মানবজাতি চলেছে পথভ্রষ্টো।
আমি ঐদিন হবো ক্লান্ত পরিশ্রান্ত মিটিবে মনের অবস্বাদ
যেদিন মানব জাতির প্রায়শ্চিত্তে অবসান……………
                                                       মুনজিল...