স্বচ্ছ আকাশ  নির্মল বাতাস।
ডানা মেলে পাখি।
যেদিকে যায় দুটি আঁখি।
উড়িবে স্বাধীন।
ওরা নয় পরাধীন।
যাইবে বহুদূর।
পাড়ি দিয়ে সাত সুমুদ্র।
কোথায় পাইবে আহার।
কে খবর রাখে তাহার।
ওরা অতিথি পাখি।
ওরা প্রকৃতির সাথি।
সন্ধ্যায় বাজিবে শাখ।
উড়িবে ঝাকের ঝাঁক।
এ যেন কাল বৈশাখী মেঘের আঁখ।
ওদের আছে ভালোবাসা।
ওদের আছে বাঁচার আশা।  
ওদের নাই স্থায়ী ঠিকানা  ওদের ধরতে মানা।
                                        ( মুনজিল )