(প্রথম খন্ড)
নারী যখন হাটি হাটি পা পা।
আদর করে মা বাবা।
নারী যখন ছোট খুকি,
পুতুল খেলে থাকে খুশি।
নারী যখন কিশোরি মেয়ে,
থাকে না চেয়ে।
নারী যখন যুবতি।
হয়ে থাকিবে সতী।
নারী যখন আপা
সুযোগ পেলে পুরুষ মারে থাবা।
নারী যখন মমতাময়ী মা।
পৃথিবীতে তাহার চেয়ে দামী কেহ না।
আদি আমলে স্রষ্টা দিয়েছেল দৃষ্টি।
নারী পুরুষ করেছে সৃষ্টি।
নারী পুরুষের মিতালি
পুরণ হলো বিশ্বমন্ডলী।