ভালোবাসি বলে সুযোগে খেলে
ভুলালে আমায় ছলায়-কলায় ,
আটকিয়ে আমাকে প্রেমের জেলে
বেঁধেছিলে আমাকে বকুল মালায়।
রূপালী আলোয় পাশেতে বসে
স্বপ্নে মেতেছিলে আমাকে নিয়ে,
ভুলে গেলে তুমি কাহার বশে
চলে গেলে তুমি আঘাত দিয়ে।
তুমি ঘুমে আছ আমি নির্ঘুম
তুমি সুখে আছ দু:খ আমার,
তুমি গান গাও আমি নিশ্চুপ
অপেক্ষায় থাকব তা কী দরকার?
বেদনাকে তাই বলে দিয়েছি
আমাকে কাঁদাতে পারবে না আর,
নিউটনের সূত্র প্রয়োগ করেছি
কাঁদবো কেন আমি, দায় তো তার!