অঝোর ধারার বর্ষার দিনে
আমার যদি হয়গো মরণ ।
গোর খুড়লে জলে ভরবে
সেই সত্যও জানে এ মন।
আমার সাধের ঘরে তখন
রাখবে নাতো দেহ, স্বজন ।
জায়গা-জমি, ধন-সম্পত্তির
সব অধিকার হবে হরণ ।,
পুত্র-কন্যার নামে সেসব
ফের হবে যে নামপত্তন।
ছিল যত দামি গাড়ি,
এসি ছিল অফিস বাড়ি ,
শুতাম সোনার খাটে আমি
পাশে নিয়ে প্রিয় রাণী ।
আদর-সোহাগ হর্ষ নিয়ে
আব্বু বলে পরম সুখে,
দিলের টুকরো ছেলে মেয়ে
আছড়ে পড়ত আমার বুকে ।
খাঁচার পাখি উড়ে গেলে
মাতোম করে কাঁদবে সবে ,
সেই মায়াতে আমার সাথে
কবর মাঝে কেউ না রবে!
বেলা থাকতে হিসাব মিলাও
সঙ্গে যাবে কী ভোলামন!
ডাক আসলে ছাড়তে হবে
মোহ ভরা সুন্দর ভূবন।


স্বরবৃত্ত:(৪+৪+৪+৪)