টাকার ওমে কেনেন যারা বিশাল বড় গরু,
সেই দলেতে নইতো আমরা খুঁজছি গরু সরু।
সেটা আবার সাতজনেতে করবো সমান ভাগ,
অল্প পেয়ে স্বজনরা সব করবে মনে রাগ ।
কম দামেতে কিনতে গরু গেলাম গরু হাটে,
সেথায় গিয়ে গেলাম পড়ে দালালেরও ঠাটে।


বচনগুলো নয়তো মিছে ঘটছে প্রিয় দেশে,
শোনেন সবে হৃদয় দিয়ে বলছি দীন বেশে।


বেসরকারি শিক্ষা দানে আছি আমরা ভাই,
কপাল পোঁড়া আস্ত গরু কেনার টাকা নাই ।
উন্নয়নটা টেকসই করতে আমাদের দরকার,
অবদানের পাল্লা ভারি, ভাবছে না তা সরকার।


এক বাজারে বাজার করি বড় পরিবার
স্বজনেরও চাওয়া থাকে, থাকে যে আবদার।
উৎসবেতে বোনাস তবে কেন পঁচিশ পারসেন্ট ?
কাপড় ধুতে আমাদের কি লাগে না ডিটারজেন্ট?


বেসরকারি ট্যাগ যে লাগায় দিছে মোদের গায়,
সেই ওজরে পুরো বোনাস আমরা নাহি পাই।
একই দেশে দ্বৈত নীতি চলছে কালে কালে,
সুবোধ মোরা শিক্ষাগুরু পড়েছি কূটচালে।
দাবির কথা বলে আসছি বছর বছর ধরে,
মনে ব্যথা কষ্ট নিয়ে চলছি মানুষ গড়ে ।
শিক্ষাসহ নানান খাতে রাখছি অবদান,
তাইতো এমন দুষ্ট নীতির চাইছি অবসান ।


স্বরবৃত্তে : ৪+৪+৪+২/১