পৃথিবীর সংক্ষিপ্ত সুখ আমাকে সুখ দেয় না মোটেও ,
আমি প্রিয়ার বুকে মাথা রেখেই পার করতে চাই অনন্তকাল।
ধরণীতে সেই সময়টা কই ?
আমি তো প্রিয়ার স্পর্শের মাদকতাই বুঝলাম এই সেদিন !
ঘুম, কাজ, বিশ্রাম প্রিয়ার কাছে থাকতে দিল কই ?
অসিম ধরায় আমি তো না খেয়ে থাকতে পারি না,
শৌচাগারে আমাকে যেতেই হয়।
জ্ঞানের মহাসাগর তীরে একটু নুড়ি না কুড়ালে চলে ?
অসুখ - বিসুখ কি আর বলে কয়ে আসে ?
ভিলেনের বাঁধা মাড়ানো সে তো আরো সময়ের ব্যাপার।
সর্বদা প্রিয়ার তনুর ঘ্রাণের বৃত্তে থাকার সময় কোথায় ?
না না আমি খুশি না মর্ত্যের স্বল্প অবস্থানে।
না না আমি বিশ্বাস করি না, ধরার জীবনেই আমার সব শেষ !