ধর্ষক যখন ধনী, কবিরা সব ঋণী!
ধর্ষক যখন অভিজাত, কবিরা সব বাপরে বাপ!
ধর্ষক যখন আমলার পুত, কবিরা সব নিশ্চুপ!
ধর্ষক যখন স্বর্ণ ব্যবসায়ী, থাকনা তার সোনাটা বেশ দামী!
ধর্ষক যখন মুক্তবুদ্ধি, ধর্মের দোহাই চলে নাকি!
ধর্ষক যখন হুজুর, তওবায় হোক সব গুম!
ধর্ষক যখন নেতার দুলাল, থাকনা সব আদর্শের ব্যাপার-স্যাপার !
ধর্ষক যখন ক্যাডার, কলম ধরে সাধ্য কার?
আসলে কবিরা সব অন্য জগতের লোক রে ভাই
সব ব্যাপারে তাই নাক গলানোর দরকার নাই।
তারচেয়ে নিরাপদ দূরত্বে থেকে,
দেখেও না দেখার ভান করে
প্রিয়ার বুকে মাথা রেখে
দুটি প্রেমের কবিতা লেখা ঢের বেশি ভালো!