এই গরীবের শূন্য নীড়ে
মিলবে নাতো মুক্তা-হীরের দুল,
আমি শুধু দিতে পারি
তোমার খোঁপায় ঝুমকো-জবা ফুল।


তুমি যদি ভেবে থাক
ভালোবেসে হারিয়েছো কুল,
আমায় ছেড়ে যেতে পারো
তোমার কাঙ্খার স্বপ্ননদীর কূল।


বুকের ব্যথা বুকেই রেখে
ভোরের রাগে সূর্য ওঠে,
পাঁপড়িগুলো ঝরে গেলেও
বাগানেতে ফুল তো ফোঁটে।


তুমি না হয় অন্যবাগে
ফোঁটাও আরো নানা রঙের ফুল,
আমি না হয় মাশুল দেব
ভালোবেসে করছি যত ভুল ।


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ৪+৪+৪+৪+১