দুষ্টু বুদ্ধির বাজার এখন রমরমা
চাঁপে পড়ে সুবুদ্ধি কয় কর ক্ষমা।
ক্যাডারগুলোর অস্ত্র এখন ঝনঝনা
খানকা-মাজার ব্যবসা এখন টনটনা,
যুবক সমাজ মাদক নেশায় আনমনা
কথা বেশি কাজে সবে ঠনঠনা।
বুদ্ধিজীবীর টাকটা ভারি চকচকা
ধর্ষকদের ওই জিভটা বড় লকলকা।
ঘুষখোরের ওই ফেসটা বড় ঝকঝকা
তোষামোদীর রাস্তা এখন ফকফকা।
সহজ সরল মানুষ যত সব ঠকা
শাসন করায় গুরু মশায় খাক বকা ।
কাকে ময়ূর পুচ্ছ পরে দলছাড়া
চলাফেরায় দেখতে ভারি খাপছাড়া ,
কা কা স্বরে সুর তোলে যে ছালকাড়া
শুনে কথা হয়ে যায় সব কেশখাড়া।
সত্যটাকে দেখছে না তো দিনকাঁনা
মিথ্যা ভাষণ শুনছে সে তো দলকাঁনা ।
ভণ্ড সাধু নেই প্রভেদ সব লাগুয়া
লুটেপুটে খাচ্ছে সব লে হালুয়া।
নীতির রাজা এখন তো ভাই পথভোলা
ছলচাতুরী দেখে সুবোধ মনভোলা।


স্বরবৃত্ত :(৪+৪+৩)