আজব এক ফুটলো ফুল মরুর মক্কায়
খুশবু তার ছড়িয়ে গেল গোটা দুনিয়ায় ।
সেই ফুলের সুবাস নিতে আশেকজন তাই
আজও ছোটে শুভ্র সেই শান্ত বাগিচায় ।


বর্ণিল সে ফুলের রেনু মাখবে যারা গায়
ধন্য তারা হবে আখের ও দুনিয়ায়।


অপরূপ সে ফুলের প্রেমে আমি হয়েছি যে মাতোআরা
সুবাসিত সে ফুলের তরে দিবানিশি যে কেঁদে হই সারা ।
মরণ মাঝে যাবার আগে জুড়াতে চাই
প্রাণ আমার দেখে সেই সে ফুলের রোশনাই ।


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: মূল পর্ব ৫. অপূর্ণ পর্ব ২/১