মনঘড়ি সময় দেয় না ঠিক ঠাক,
অতিনিদ্রা তাই পেয়ে বসেছে।
ভদ্রজনেরা ভাবছে আর ভাবছে-
ঘুমের ঘরে হাটা আর কতকাল !
অসহায়ত্বের লজ্জা  মাড়িয়ে চলা দায়,
বাইরে বৈশাখের খাঁ খাঁ রোদ্দুর
ভেতরে হাহাকারের সীমাহীন প্রান্তর।