মানবের খোলস পরে দানব, খেলছে মানবেরই সাথে
পোশাকের ভাঁজ ঠেলে মাঝে মাঝে বেরিয়ে আসে বুনো দাঁতাল,
তবুও ক্ষমতার চাঁদরে মুড়ে নিজেদের রেখেছে নিরাপদ।
সুচতুর খেলায় জনতাকে করেছে জিম্মি , নানা ছলনায়
আজব ধারাবাহিক নাটক দেখছে সবাই-
অসহায় দঙ্গল, বলির পাঠা; দেখবে-শুনবে. বলবে না কথা।  
বিলুপ্ত প্রায় বিবেকবোধ, জাদুঘরে সততা
জীবনের স্বাভাবিক পাওনাগুলো অধরা সেথা।
চেতনার পুরু চশমা পরে বুদ্ধি বিক্রি-
লাজ-শরম যেন ঘেঁষতে না পায় চোখের পাতায়।
অসহ্য যন্ত্রণায় ভেতরটা দুমড়েমুচড়ে খানখান,
লিখতে না পারার লেখার উপর অক্ষমের ’অশ্রুজল’
দানবের রাজ্যে সেটাও ’রক্তজল’ হয়ে শেষ প্রায়!



(নীল দানবদের রাজ্যে শিক্ষকদের কান ধরে উঠবস করানো হয়। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই।)