চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর- বিদুৎ বিভ্রাট
মস্তিস্ক এলোমেলো-
হঠাৎ সবেগে ঝড়ো হাওয়া, আঁধারে আলো পড়ে ঢাকা
মেঘে মেঘে ঘর্ষণ, কড়মড় শব্দে প্রচ- বজ্রপাত
অঝোরে বৃষ্টি-----,
জানালার কপাট বন্ধ করে হঠাৎ জাপটে ধরে প্রিয়া মোর
তারপর--- কখন বৃষ্টি থেমেছে জানিনা
ব্যালকনিতে দাড়িয়ে চোখ পড়ে, বর্ষণ সিক্ত সজনে গাছটার দিকে
সঙ্গম শেষে, স্নান সারা-এলোকেশী বালিকা বধূ যেন।