হুশ হারা আজ আদম সন্তান
স্বার্থ ও লোভে জিভ নড়ে শুধু
মজলুমের তরে কথা নাই।
জ্যোতির পথে পা বাড়ে না
আঁধার গলি মোহময় ভারি।
নিয়ামতের সাগরে ডুবে থাকে সদা
হুশ হয় না তবু , ভুলে থাকে তোমায়।
আকাশ মাঝের মেঘখণ্ড যদি
মাথার উপর ভেঙ্গে পড়ে কভূ
হুশ হবে তবে, হুশ হবে প্রভূ।
বিদায় বেলায় চোখ ঝাঁপসা যখন
অসীমের পথ না ছাড়ে তখন
বোধদয়, অত:পর ক্রন্দন শুধু--
আগুন সিন্ধু পার হতে তাই
কৃপা কর তুমি প্রভূ।