রোজা শেষে শাওয়াল চাঁদ
ঈষৎ বাঁকা ঠোট ভারি তার,
কইবে যেন কী-
ঈদ এসেছে তোমার ঘরে
আমার তাতে কি?
শপিং তুমি করেছ কোথায়
কয়টা জামা কিনলে?
ম্যাচিং করে জুতো জোড়া
সেটাও তুমি আনলে।
লিপিষ্টিকটা বিদেশী ব্রান্ড,
চাঁদ ঠোটে মাখলে।
বস্তির ঠোট, খসখসে তাই
পানি দিয়েই মুছলে।
তোমরা খাবে কোরমা-পোলাও
আমরা ধোবো প্লেট তোমার
উচ্ছিষ্টটা পাব তখন, হোক না গভীর রাত্র
সেটাই দেবে আনন্দ ঢের-
পরিজনের সাথে বসে তোমার মালা জপবো
বাঁকা চাদের মর্ম তখন হাড়ে হাড়ে বুঝবো!