তোমাকে ফিরে যেতেই হবে বিধাতার কাছে।
তরঙ্গ যেমন তর্জন-গর্জন শেষে ফিরে যায় তটে।
ভেবেছ, লুকিয়ে থাকবে ফসিল হয়ে?
সমূদ্র গভীরে, পাহাড়ের শীলাখণ্ডের নিচে।
নতুবা প্রাচীন গহীন অরণ্যের শেকড়ের তলে।
কাল থেকে কালান্তরে।
তাহলে তুমি ভুল ভেবছ,
কখনও তা পারবে না
তুমি কখন আসবে, তা তুমি জানতে না।
তেমনি তুমি জান না, কখন ফিরে যাবে।
ভুলে থেকে থেকে তুমি সেলিব্রেটি হতে পার-
নিজেদের মাঝে।
কিন্তু সেলিব্রেটি ভাবনাকে ঘিরে যে ভাইরাস রয়েছে,
তা তুমি ভাবতে পারনি ঘুণাক্ষরে !