পশ্চিমে বসেই পূর্বে ফরমান! মানতে চাই না মন,
শেষমেষ দাম্ভিকতা, পূর্বে এসেই ঘোষণা,’উর্দু হবে রাষ্ট্রভাষা! ’
জয়নুলের বাঙ্গাল, ক্ষেপে একাকার-
রাজপথে বিক্ষোভ-মিছিল, মুষ্টিবদ্ধ হাত-
চেতনার বীজ অঙ্কুরিত সামগ্র বাংলায়!
ভয়-ভীতিকে দেখায় বৃদ্ধাঙ্গুলি,
বন্দুকের নলে বুক পাতে সাহসী বাঙ্গালী!
অপমান-গ্লানি, ক্রোধে লাল পাকি সেনাদল।
উর্দি পরিহিতের হতে আগ্নেয়াস্ত্র দেখে-
ভয় পাবার সময় বাঙ্গালী করল পার।
অবশেষে ফাগুনের আট; ভরা যৌবন টালমাটাল।
উর্বরা বীজ- মাটি, প্রসব বেদনা হার মানি,
জন্মিল নজরুলের লাল-সবুজের বীর বাঙ্গালী!