কেমন আছো ?
ভালোই আছি। তুমি ?
বোঝ না ? তোমার অপেক্ষায় ভালো আছি বলতে হয়।
চ্যাট হয় শুধু , দেখা হবে না বুঝি?
বাওড় কুলে বাবার বাড়ি, আমি তো এক হতভাগী!
দাওয়াত করো একদিন আসি।
সত্যিই আসো, স্বপ্ন ভাঙ্গো -আমি তো প্রতিক্ষায় থাকি।
তবে তাই হোক, লিখবো না হয় দুটো প্রেমের কবিতা সেখানেই বসে।
কেন নয় , লিখবে বেশি করে ,এমন গ্রাম কোথায় পাবে ?
তাইতো মন চাইছে সেখানে যেতে।
হ্যা, সেখানে আছে বাওড়ের পদ্ম ফুল; কি যে সুন্দর দৃশ্যপট!
পদ্ম ফুলের উপর ভ্রমর বসে যদি , সে দেখা হবে মোর শ্রেষ্ঠ দেখা তবে।
দেখবে ভ্রমর সেখানে লুটোপুটি খেলে, করে পরাগায়ন ।
বাহ! সেতো আরো ভাল দৃশ্য, মনে রবে গাথা বহুক্ষণ!
সত্যি তুমি আসবে আমাদের ছোট্ট গায়ে?
দুজনে একসাথে বসবো বাওড়ের পাশে
বলব না বলা সব কথা, বুকের উপর মাথা রেখে ।
এত লেখা সব মোর কবিতার ভাষা, না গেলে হবে কি সেথা!
হ্যা , যত দূরেই হোক যাবো তোমার কাছে। ,
আজ তাহলে নিচ্ছি বিদায়, হবে দেখা কোন এক শুভক্ষণে
তবে সেখানেই হবে কাব্য চর্চা ।
কষ্ট-যাতনা যাক সব মুছে সব - এই রাতে।