মাফ করে দাও গো খোদা মাফ করে দাও।
তোমার দয়ায় শ্বাস নিই খোদা, তোমার দয়ায় খাই,
তোমার দয়ায় হাটি ধরায়, তোমার দয়ায় চাই (তাকাই)।
মাফ করে দাও গো খোদা মাফ করে দাও।
তোমার কোরআন পড়ি না খোদা, তোমার বাণী বুঝিনা তাই,
সরল পথ পাইনি ভবে, তোমার নিষেধ মানিনা তাই।
মাফ করে দাও গো খোদা মাফ করে দাও।
দয়ার সাগরে ডুবে আছি কৃতজ্ঞতা নাই,
কোথা থেকে পাইছি এত ভাবার সময় নাই,
মাফ করে দাও গো খোদা মাফ করে দাও।
শেষ বিচারে করলে বিচার বেড়ি পড়বে পায়।
তুমি না ঠেকালে মোরে বাঁচার উপায় নাই।
মাফ করে দাও গো খোদা মাফ করে দাও।