আমার প্রিয়ার সুকোমল ঠোঁট,
আরো রক্তিম করে ফাগুনের আগুন ঝরা রোদ।
হঠাৎ কেন এলে তুমি পশ্চিমা লঘুচাপের বৃষ্টি !
কদাচিৎ দেখেছি তোমাকে অঝোরে ঝরতে ফাগুনে।
আমার প্রিয়ার সাথে ঘোরার কথা ছিল সারাদিন-
কৃঞ্চচূঁড়া আর শিমুলের কুঞ্জে।
বৃক্ষরাজি বলেছিল, পাতাগুলো বিছিয়ে রাখবে-
হাত ধরাধরি করে মোদের চলার পথে।
তুমি দেয়াল হয়ে দাড়ালে আমাদের মাঝে?
রাতে ঘুুমাতে পারিনি আমি,
অনুক্ষণ তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে তোমার-ই ছবি।
অসহায় করতে পারে ভালবাসা,
বৃষ্টিও অসহায় করতে পারে জানা ছিল না।
বৃষ্টি, উদিয়মান রক্তিম সূর্য গিলে খেলে তুমি!
প্রখর খরতাপে যখন চেয়েছি তোমাকে ,
তখন তুমি আসোনি,
লতা-গুল্মের মত ভিজে -
নূয়ে পড়তে চেয়েছিল প্রিয়া আমার তরে।
তখন তুমি না আসায় আমার আশা মেটেনি।
তুমি আমার মিতা হতে পারোনি।